গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদ ও ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে বিশ্বজুড়ে সর্বাত্মক অবরোধের দিন মিছিল-স্লোগানে উত্তাল হয়ে উঠেছে চট্টগ্রামের - দোহাজারি বিক্ষোভ ও খণ্ড খণ্ড মিছিলে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে উই আর প্যালেস্টাইন’ স্লোগান দেন বিক্ষোভকারীরা। এ সময় মানবতাবিরোধী ইসরায়েলের প্রধানমন্ত্রী ও তার সমর্থনকারীকারি দেশের বিচারের দাবি জানানো হয়।

সোমবার (৭ এপ্রিল) বিকাল ৩টা থেকে দোহাজারি পৌরসভা চত্বর হাজারি শপিং সেন্টারের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়।প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েক শত শিক্ষার্থী। ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে শিক্ষার্থীদের সঙ্গে যোগ দেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। পরে সেখান থেকে মিছিল বের করে পৌরসভার মূল সড়ক হতে দেওয়ানহাট পর্যন্ত প্রদক্ষিণ করে। দোহাজারীর বিভিন্ন জায়গা থেকে খণ্ড খণ্ড মিছিল এসে এই মিছিলে যোগ হয়।

এ সময় বিক্ষোভকারীরা ‘নারায়ে তাকবীর আল্লাহ হুআকবর ,উই আর প্যালেস্টাইন’, ‘তুমি কে আমি কে, প্যালেস্টাইন প্যালেস্টাইন ,নেতানিয়াহুর দুই গালে জুতা মারো তালে তালে
‘ইসরায়েলের আসতানা ভেঙে দাও গুঁড়িয়ে দাও সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

বিক্ষোভকারীরা বলেন, বছরের পর বছর ধরে ফিলিস্তিনে হত্যাযজ্ঞ চালিয়ে আসছে ইসরায়েল। তাদের এ মানবতাবিরোধী অপরাধের অন্যতম সমর্থনকারী ভারত ও যুক্তরাষ্ট্র।

জাতিসংঘের নীরবতায় গণহত্যায় উৎসাহী হয়েছে ইসরায়েল দাবি তাদের। এছাড়া আরব শাসক ও মুসলিম দেশের নেতারা চুপ থাকায় ফিলিস্তিনি শিশু ও নারী-পুরুষদের হত্যা করে কেয়ামত চাপিয়ে দিয়েছে ইসরায়েল। যুক্তরাষ্ট্র -ভারত ও ইসরাইলের পণ্য বয়কটেরও ডাক দেন তারা।

মো রফিক নামের এক বিক্ষোভকারী বলেন, ইসরায়েল ফিলিস্তিনের ওপর যেভাবে গণহত্যা চালিয়ে যাচ্ছে তাতে জাতিসংঘসহ সবাই নিশ্চুপ। ইসরায়েলকে এখনই থামানো না গেলে অথবা এশিয়ার কোনো দেশকে টার্গেট করবে। এখনই খুনি ও দখলদার ইসরায়েল রাষ্ট্র কে শেষ করে ফিলিস্তিনের সাধারণ ও নিরিহ বাচ্চাদের রক্ষা করতে হবে