ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের চলমান গণহত্যা ও আগ্রাসন, নারী-শিশুসহ হাজারো নিরীহ মানুষ হত্যা এবং মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে রাজশাহীর চারঘাটে উপজেলার চারঘাট বাজারে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে আল ইখলাছ ফাউন্ডেশন।
(৭ এপ্রিল) সোমবার বিকেল ৪ টার দিকে উপজেলার ঝিকরা গ্রাম হতে হেঁটে চারঘাট বাজার প্রদক্ষিনকালে বিক্ষোভ মিছিল করে চারঘাট জিরো পয়েন্টে এসে মানববন্ধন করে ফাউন্ডেশনটি। ফাউন্ডেশনটির সদস্যদের হাতে বিভিন্ন প্লাকার্ড ও ব্যানার দেখতে পাওয়া যায়। এছাড়াও এ সময় কয়েক শতাধিক যুবক,প্রবীণ এবং স্থানীয় জনসাধারণ প্লাকার্ড ও ব্যানার হাতে সড়কে নেমে এসে বিক্ষোভ মিছিলে যোগ দেন। এ সময় বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান দিতে থাকে ইসরাইল ও তাদের দোসরদের বিরুদ্ধে। এ সময় আয়োজকরা ইসরাইল ও তাদের দোসরদের সকল পণ্য বয়কটের আহ্বান জানান।
পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন, আল ইখলাছ ফাউন্ডেশনের ধর্ম বিষয়ক প্রধান মুরসালিন আহমেদ, হাফেজ আল-আমিন বিন এছার ও আব্দুর রহমান।
বক্তারা বলেন, গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসন, শিশু ও নারীদের নির্বিচারে হত্যা, হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস এসবই এক নির্মম গণহত্যার বাস্তবচিত্র। বিশ্বের বিবেকবান মানুষ আজ গর্জে উঠেছে এ অন্যায়ের বিরুদ্ধে। এখনই সময় মুসলিমদের ঘুরে দাঁড়ানোর। এসময় ইসরায়েলের আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে গণহত্যা বন্ধের দাবি জানান বক্তারা।