দক্ষিন চট্টগ্রামের আরাকান সড়ক কে ৬ লেইনে উন্নীতকরণ এবং লবনবাহি গাড়ী চলাচলে ট্রাফিক নিয়ম কার্যকর করার দাবিতে চট্টগ্রাম দক্ষিণ জেলা শ্রমিক দলের মানব বন্ধন ও সমাবেশ আজ ০৭ এপ্রিল সোমবার বিকাল তিনটায় চট্টগ্রাম শাহ আমানত সেতু
সংলগ্ন রাস্তায় চট্টগ্রাম দক্ষিণ জেলা শ্রমিক দলের এক বিশাল মানবন্ধন কর্মসূচী চট্টগ্রাম দক্ষিণ জেলা শ্রমিক দলের সভাপতি ও চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সহ-সভাপতি শফিকুল ইসলাম চেয়ারম্যানের সভাপতিত্বে এবং দক্ষিণ জেলা শ্রমিক দল সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মহসিন খান তরুণ এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। উক্ত মানব বন্ধন ও সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির শ্রমিক বিষয়ক সম্পাদক ও বিভাগীয় শ্রমিক দল সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ এম নাজিম উদ্দীন,বিশেষ অথিতি চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দল সিঃ যুগ্ম সম্পাদক মোঃ আবদুল বাতেন, সাংগঠনিক সম্পাদক মোঃ রফিক, বিভাগীয় শিক্ষা ও গবেষণা সম্পাদক এডভোকেট মোঃ ইকবাল হোসেন, দক্ষিণ জেলা সিঃ সহ-সভাপতি পরিবহন শ্রমিক নেতা নুরুল কবির,, এতে দক্ষিণ জেলা আওতাধীন বিভিন্ন উপজেলার শ্রমিক দল সভাপতি -সাধারণ সম্পাদক, পৌরসভার সভাপতি -সাধারণ সম্পাদক, এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা কমিটির নেতৃবৃন্দ।। বক্তারা অবিলব্মে আরাকান সড়ক কে ৬ লেইনে উন্নীত করার জোর দাবি জানান, লবনবাহি গাড়ি চলাচলে ট্রাফিক আইন কার্যকর করার আহবান করেন।