"জাটকা ধরা বন্ধ হলে, ইলিশ উঠবে জাল ভরে" এ প্রতিপাদ্যকে ধারণ করে চরফ্যাশনে জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৫ উদযাপন হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ৮ এপ্রিল সকাল ১০টায় জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে বর্নাঢ্য র্যালি চরফ্যাশন উপজেলা কমপ্লেক্স থেকে শুরু হয়ে চরফ্যাশন বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদে সমাপ্ত হয়। এরপর উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় চরফ্যাশন উপজেলা টাস্কফোর্স কমিটির আয়োজনে অনুষ্ঠানে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু'র সভাপতিত্বে প্রধান অতিথি'র বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) এমাদুল ইসলাম। বিশেষ অতিথি'র বক্তব্য রাখেন চরফ্যাশন থানার ওসি তদন্ত খলিলুর রহমান, , উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি সোহাগ খান, জাতীয় মৎস্যজীবী সমিতির সভাপতি আজাদ মীর, জাতীয় মৎস্যজীবী সমিতির আহবায়ক নাসির কারী, উপজেলা মৎস্যজীবী দলের সেক্রেটারি কাজী আব্বাস উদ্দিন, পৌর মৎস্য জীবী দলের সভাপতি মোসলেহ উদ্দিন,
কোস্ট ফাউন্ডেশনের সহকারী পরিচালক রাশেদা বেগম প্রমুখ।