কুড়িগ্রাম জেলার ব্রহ্মপুত্র নদের পূর্ব পাড়ে সীমান্ত ঘেঁষে অবস্থিত চর রাজিবপুর উপজেলা। এই উপজেলার বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও)হিসেবে দায়িত্ব পালন করছেন ফজলে এলাহী

কুড়িগ্রাম জেলার ব্রহ্মপুত্র নদের পূর্ব পাড়ে সীমান্ত ঘেঁষে অবস্থিত চর রাজিবপুর উপজেলা। এই উপজেলার বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও)হিসেবে দায়িত্ব পালন করছেন ফজলে এলাহী ।দায়িত্ব গ্রহণের পর চর রাজিবপুর উপজেলাকে বাংলাদেশের মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।  
চর রাজিবপুর উপজেলায় মাদক, চাঁদাবাজি, অন্যায়-অত্যাচার,যানবাহনে অতিরিক্ত ভাড়া আদায়, অবৈধ ড্রেজার, কাঁকড়া গাড়ি, অবৈধ দখল ও স্থাপনা নির্মাণসহ সকল প্রকার অনিয়মের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা রাখার চেষ্টা চলমান রেখেছেন। 
সর্বপ্রথম  চর রাজিবপুর  উপজেলাকে মাদক নিয়ন্ত্রণে জিরো টলারেন্সে আনার ঘোষণা দেন। সেই লক্ষ্যে তিনি চর রাজিবপুর  উপজেলার বিভিন্ন জায়গায় মাদক বিক্রি ও সেবনকারীদের নজরে এনে ভ্রাম্যমাণ আদালতে অভিযানের মাধ্যমে মাদক নিয়ন্ত্রণের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।রাজিবপুর থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স ও সহকারী কমিশনার(ভূমি) জাহাঙ্গীর আলম বাবু সহ   নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করে যাচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে এলাহী। 
চর রাজিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) ফজলে এলাহী বলেন, সম্মানিত চর রাজিবপুরবাসী ও অভিভাবকবৃন্দ,আপনার সন্তান সন্ধ্যার পর কোথায় থাকে খোঁজ নিন। সন্ধ্যার পর চর রাজিবপুর স্টেডিয়াম, সবুজবাগ মাদ্রাসা, পাইলট স্কুল, রাজিবপুর ডিগ্রি কলেজ, মহিলা কলেজ মাঠসহ অলিগলির আড্ডা হতে বিরত রাখুন, কারণ-সৎ_সঙ্গে_স্বর্গ_বাস_অসৎ_সঙ্গে_সর্বনাশ।
উপজেলা প্রশাসন মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। আপনাদের সহযোগিতা আশা করছি।