দৈনিক সময়ের চিত্র'র সম্পাদক ও দৈনিক জনকন্ঠের নিজস্ব সংবাদদাতা এ আর এম মামুনের ভোলার চরফ্যাশনের চর কচ্ছপিয়া গ্রামের ৩ একর জমি দখলের চেষ্টা করছে ভুমি  দস্যুরা।

শুক্রবার রাতে উপজেলার দক্ষিণ আইচা গ্রামের মৃত তোফাজ্জল তালুকদারের ছেলে আবি আবদুল্লাহ লাভলু, শাহে আলমের ছেলে আরিফসহ একদল ভূমি দস্যু সন্ত্রাসী দেশিও অস্ত্র নিয়ে বেকু দিয়ে জমির মাটি কেটে আইল দিয়ে ওই জমি দখলের চেষ্টা করছে।

জানাযায়, চর কচ্ছপিয়া মৌজায় সাংবাদিক মামুনের মরহুম পিতা, চাচা ও চাচাতো ভাইয়েরা ১৯৮৮ সালে ৩ একর জমি ক্রয় করে ভোগ দখলে রয়েছেন । সম্প্রতি ওই জমিতে দক্ষিণ আইচা গ্রামের আবি আবদুল্লাহ লাভলু ও চর কচ্ছপিয়া গ্রামের জয়নাল আবেদীনসহ একটি ভূমিদস্যু চক্র ভূয়া কাগজ সৃজন করে জমি দখলের জন্য বিভিন্ন ধরনের হুমকি দিয়ে আসছিল। এ ঘটনায় সাংবাদিক মামুন গংরা আদালতে একটি মামলা করেছেন। মামলাটি চলমান রয়েছে।  শনিবার রাতে ওই জমি দখলের জন্য আবি আবদুল্লাহ লাভলু একদল অস্ত্রধারী সন্ত্রাসী ভাড়া করে নিয়ে বেকু দিয়ে মাটি কেটে প্রায় এক একর জমিতে আইল দিয়েছে। এ বিষয়ে মামুন দক্ষিণ আইচা থানাকে অবগত করলে থানা পুলিশ ঘটনাস্থলে ফোর্স পাঠালে পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়।