চরভদ্রাসন উপজেলা প্রশাসনের উদ্যোগে মাসিক আইনশৃংখলাও সমন্বয় মিটিং ২৪শে জুলাই সকাল ১১.০০ঘটিকায় চরভদ্রাসন উপজেলা নিবাহী' অফিসার মনিরা খাতুনের সভাপতিত্বে  উপজেলা মিনি অডিটরিয়াম হলরুমে অনুষ্ঠিত হয়।
উপজেলা আইন-শৃঙ্খলা মিটিং আইনশৃংখলার ব্যাপারে বিশদ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আইনশৃংখলা আগেরচেয়ে ভাল হলেও পুলিশের জনবল কম থাকায় যথেষ্ট ভালো নয় বলে বক্তারা অভিমত ব্যক্ত করে। 
আইন-শৃঙ্খলা মিটিং এ প্রথমে মাইলস্টোন স্কুল এন্ড কলেজের স্পর্শী কাতর বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে ১মিনিট  নীরবতা পালন করাওআহতদের সুস্থতা কামনা করা।  
আইনশৃঙ্খলা মিটিং এ বক্তব্য রাখেন, সাংবাদিক আব্দুস সবুর কাজল, বাংলাদেশ প্রেসক্লাব
চরভদ্রাসন উপজেলা শাখার সভাপতি ওসিনিয়র সাংবাদিক আব্দুস সালাম মোল্লা, রোকনউদ্দিন গার্লস স্কুলের সহকারী শিক্ষক মোঃ স্বপন মাহমুদ, গ্রাম্য  আদালত সমন্বয়কারী  সাইফুল ইসলাম, সাংবাদিক লিয়াকত হোসেন, চর হাজিগঞ্জ হাট বাজার বনিক সমবায় সমিতির সভাপতি কবিরুল আলম, চরভদ্রাসন বনিক সমবায় সমিতিও সহসভাপতি আলমগীর হোসেন,  চরঝাউকান্দা ইউপি চেয়ারম্যান বদরুজ্জামান বদু মৃধা, চরহরিরামপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, গাজিরটেক  ইউপি চেয়ারম্যান ইয়াকুব আলী, চরভদ্রাসন থানার অফিসার্স ইনচার্জওআমি ছিলাম খোলা কমিটির সদস্যসচিব রজিউল্লাহ খান ও আইনশৃঙ্খলা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুন।  
আইনশৃঙ্খলা মিটিং এ ছ্যাঁচড়া চুরি রোধকল্পে জনসচেতনতা প্রশাসনকে সহযোগিতা, 
বাল্যবিবাহ ইভটিজিং মাদক ও যানজট,নিরসনে ব্যাপক আলোকপাত করা হয়।