চর ভদ্রাসন সদর ইউনিয়নের দরিদ্র অস্বচ্ছল পরিবারের জন্য বরাদ্দকৃত  ৬৭০ টি VWB কার্ড বৃহস্পতিবার  বিতরণ করা হয়। চরভদ্রাসন ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন সুলতানা ও সমাজসেবা কর্মকর্তা জাহিদ তালুকদার এবং সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাদ খান। 
জানা গেছে VWB অর্থাৎ ভারনালাবেল উইমেন্স বেনিফিট প্রোগ্রামের আওতায় ইউনিয়নের ৬৭০ কার্ডের বিপরীতে নির্বাচিত পরিবারগুলো বিনামূল্যে  আগামী ২৪ মাসের জন্য প্রতি মাসে ৩০ কেজি করে খাদ্য সহায়তা পাবেন।যেটা পুর্বে ভিজিডি কার্ড হিসাবে পরিচিত ছিল। 
এসময় উপস্থিত উপকার ভোগী মহিলাদের উদ্দেশ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুন বলেন সরকার দীর্ঘদিন যাবত এধরনের খাদ্য সহায়তা দিয়ে আসছেন মুলত অস্বচ্ছল ও দরিদ্র পরিবারগুলোকে স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে।প্রতিমাসে অন্তত কিছুটা হলেও চাউল ক্রয়ের জন্য যে খরচ হতো সেটা বাঁচিয়ে এই টাকাটা তারা সঞ্চয় করতে পারবেন। 
এ সময় সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাদ খান বলেন আমার এই ইউনিয়নটি মুলত নদীভাঙন কবলিত ও চরান্চল হওয়াতে চাহিদার তুলনায় কার্ডের সংখ্যা অপ্রতুল, আশা করি আগামীতে নদী ভাঙনের বিষয়টি বিবেচনায় নিয়ে এ ইউনিয়নে কার্ডের সংখ্যা বাড়ানো হয়।