চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় দলদলি ইউনিয়নে মহানন্দা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করায় বিকেল ০৪:০০ টা সময় চাঁপাইনবাবগঞ্জ জেলা সহকারী সিনিয়র ভুমি কমিশনার মোহাম্মদ জাকারির মুন্সীর (একজেক্টিভ ম্যাজিস্ট্রেট) এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়, মহোদয়ের উপস্থিতি টের পেয়ে অবৈধ বালি উত্তোলনকারীরা বালি উত্তোলনের স্থান থেকে উত্তোলন মেশিন রেখে পালিয়ে যায়। ঘটনাস্থানে বালি উত্তোলনের ব্যবহৃত মোট প্লাস্টিকের এবং লোহার পাইপ ৫৮টি সহ বালি উত্তোলনের মেশিন জব্দ করেন জব্দকৃত মালামাল, ভোলাহাট উপজেলার, দল দলী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ তোজাম্মেল হক এর জিম্মায় রাখা হয়েছে। জেলা সহকারী সিনিয়র (একজেক্টিভ ম্যাজিস্ট্রেট) বলেন প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।