মৌলভীবাজার জেলা শ্রীমঙ্গল উপজেলায়  "চা শ্রমিক সেবক সংগঠণ" উদ্দ্যোগে শ্রীমঙ্গল উপজেলা শাখা ব্রাঞ্চ১-২ গ্রাম উন্নয়ন কার্যক্রম( গ্রাউক) সহযোগিতায় বিভিন্ন চা বাগানে বসবাসরত অসহায় দরিদ্র বয়স্ক,বিধবা,শারীরিক প্রতিবন্ধী শীতার্ত  ব্যাক্তিদের মাঝে  ৫০টি শীতবস্ত্র কম্বল বিতরণ করেন। 
গ্রাম উন্নয়ন কার্যক্রম( গ্রাউক) প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং ডিরেক্টর  অশোক রঞ্জন পাল বলেন গ্রামীণ  জনগোষ্ঠীর অর্থনৈতিক,সামাজিক,সাংস্কৃতিক জীবনমান উন্নয়ন দারিদ্র্য বিমোচনে কাজ করে যাচ্ছে।  এমআরএ পড়ুয়া ৪জন শিক্ষার্থীকে প্রতি মাসে ৩০০০ টাকা করে শিক্ষাবৃত্তি সহায়তা, উচ্চ শিক্ষায় ৯জনকে ১০০০ টাকা করে  শিক্ষাবৃত্তি সহায়তা, শিক্ষা সামগ্রী উপকরণ বিতরণ,   ত্রাণ সামগ্রী বিতরণ, শাক সবজি বীজ বিতরণ, বাল্য বিবাহ রোধ,মাদককে না বলুন ও কুফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, ফলজ,বনজ ও ঔষধি চারা বিতরণ ও রোপন, বিভিন্ন সামাজিক সংগঠনের মাধ্যমে অসহায় দরিদ্র পরিবারে আর্থিক সহায়তা, বৃক্ষ রোপন সহ অন্যান্য কর্মসূচী নিয়মিত বাস্তবায়ন করে যাচ্ছি। 

চা শ্রমিক সেবক সংগঠণ সভাপতি বিষ্ণু হাজরা বলেন সারা দেশ জুড়ে চলছে হাড় কাঁপানো শীত। আর এই শীতে অসহায় চা শ্রমিক অনেক কষ্টে দিনরাত যাপন করছে। গ্রাউক উদ্দ্যোক্তা অশোক রঞ্জন পাল স্যার  উনি খুবই আন্তরিক মনের  মানুষ বিশেষ করে চা শ্রমিকদের খুবই ভালবাসেন। উনার মাধ্যমে আজকে ৫০ টি কম্বল বেশ কয়েকটি চা বাগানে বিতরণ করেছি। তিনি আরও বলেন গ্রাউক উদ্দ্যোক্তা অশোক রঞ্জন পাল  স্যার  এর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।

শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান শ্রীমঙ্গল  শাখা১-২ ব্যবস্থাপক মহাদেব কুমার ভূঁইয়া। কম্বল বিতরণে রাজু কানু,সুশীল সমাজ ও সংগঠণের সদস্য উপস্থিত ছিলেন।

শীতার্তরা শীত বস্ত্র কম্বল পেয়ে উচ্ছ্বাসিত ও আনন্দিত। তারা শীত বস্ত্র বিতরণকারীদের দোয়া ও আর্শীবাদ প্রদান করেন।