টাঙ্গাইলের নাগরপুরে মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪  জানুয়ারী) সকালে নাগরপুর প্রেসক্লাবে ভুক্তভোগি এসএম শরিফ এ সংবাদ সম্মেলন করেন। সে নাগরপুর ইউনিয়নের আলোকদিয়া  গ্রামের মো. শাজাহানের ছেলে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসএম শরিফ বলেন, গত ৭ জানুয়ারী ২০২৫ ইং তারিখ মঙ্গলবার বিকেলে আলোকদিয়া ওয়ার্ড আওয়ামীলীগের দোসররা ও এলাকার কুচক্রী মহল আমাকে নিয়ে একটি মানববন্ধন করে। মানববন্ধনে বক্তারা আমাকে জড়িয়ে উদ্দেশ্য প্রনীত ভাবে যে বক্তব্য দিয়েছে তা সম্পুর্ণ ভিত্তিহীন ও বানোয়াট। বিশেষ করে বৃষ্টি আক্তারের বক্তব্য একেবারেই মিথ্যা। কারন,  বৃষ্টি আক্তারের স্বামী মানিক মোল্লা আমাকে বিদেশ নিবে বলে আমার কাছ থেকে ৩ লক্ষ টাকা নেয়। পরে বিদেশ নিতে না পারলে আমি টাকা ফেরৎ চাইলে দিতে অস্বীকার করে। আমার টাকা আত্মসাৎ করার লক্ষ্যে এলাকার দুষ্টপ্রকৃতির লোকদের সাথে হাত মিলিয়ে এ মানববন্ধন করে। আমি নাগরপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হওয়ার কারনে আওয়ামীলীগ সমর্থীত লোকজন আমাকে ও আমার পরিবারকে সমাজের চোখে ও দলের নেতা কর্মীদের কাছে হেয় প্রতিপন্ন করতে মিথ্যা বক্তব্য প্রদান করে। মানবন্ধনে আলম মেম্বার, জলিল, সামাদ, আমিন, আলী আযম, ওয়াসীম, মানিক ও বাবুল সিকদার তাদের হীন স্বার্থ চরিতার্থ করার জন্য বৃষ্টি আক্তার ও ফিরোজা বেগমকে দিয়ে বানোয়াট বক্তব্য প্রদান করে। আমি নাগরপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ মানববন্ধনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, মো. ছিদ্দিক মিয়া, আব্দুর রহমান খান, মো. সুরুজ খান, রফিক মিয়া, মো. বাচ্চু মিয়া, তুকমান হোসেন ও রুবেল মিয়া। ইউপি সদস্য আলম ও সাবেক সদস্য সামাদ জানান, সংবাদ সম্মেলনে শরিফ যা বলেছে সব মিথ্যা। বৃষ্টির স্বামী মানিকের সাথে বিদেশের ব্যপারে কোন লেন দেন হয়নি।