একজন সিনিয়র সাংবাদিক কিডনি রোগে আক্রান্ত হয়ে প্রতি সপ্তাহে দু'বার ডায়ালাইসিস করাচ্ছেন। এ ধরনের অজুহাত দিয়ে তার সহকর্মীর চিকিৎসা ব্যয় মেটাতে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় সরকারি বেসরকারি বিভিন্ন অফিস ও ব্যবসা প্রতিষ্ঠানে এসে চাঁদা দাবি করার সময় সজীব পরদেশী নামের এক কথিত সাংবাদিক গতকাল স্থানীয়দের তুপের মুখে পড়েন।

জানা যায়, সজীব পরদেশী নামের কথিত সাংবাদিকের বাড়ি গাজীপুর জেলায়। ঘটনার বিবরণে জানা যায়, সজীব পরদেশীসহ দুই সাংবাদিক হোসেনপুরে এসে সিনিয়র সাংবাদিকের চিকিৎসার জন্য সাহায্য চাচ্ছিলেন স্থানীয়দের কাছে। কিন্তু এ সময় স্থানীয় সাংবাদিক ও সাধারণ জনগণ তাদের এ ধরনের কার্যক্রমে বাধা দেন। স্থানীয় সাংবাদিকরা সজীব পরদেশীকে বলেন, সাংবাদিক পরিচয়ে আমাদের এলাকায় সাহায্য সংগ্রহ করা যাবে না। তারপরেও প্রকাশ্যে হোসেনপুরব বাজরের বেশ কয়েকটি ব্যাবসা প্রতিষ্ঠানে অর্থ দাবি করেন এই চক্রটি। খোঁজ নিয়ে জানা গেছে,
সজীব পরদেশী দীর্ঘদিন ধরেই দেশের বিভিন্ন জেলা ও উপজেলা সমাজসেবা অফিসের সঙ্গে নিজের প্রভাব খাটিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আদায় করে আসছেন। অভিযোগ রয়েছে, সমাজসেবা অফিস থেকে ‘ভাতা’ বা অন্যান্য মানবিক সহায়তা পাইয়ে দেওয়ার নামে অসহায় মানুষদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা আদায় করেন চক্রটি। কিশোরগঞ্জের হোসেনপুরের সাংবাদিক সমাজের মাঝে এ ঘটনায় চরম ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে। তারা বলছেন, চিকিৎসার নামে চাঁদাবাজি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে তারা।
এ বিষয়ে এখন পর্যন্ত অভিযুক্তদের কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা নিতে প্রশাসন ও সাংবাদিক সংগঠনের প্রতি আহ্বান জানিয়েছেন ভুক্তভোগীরা।