বাগেরহাটের চিতলমারীতে বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (৩১ আগস্ট ২০২৫ খ্রি.) দুপুরে উপজেলার বাহিরদশমহল মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এ সম্মেলনের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস), বাগেরহাট জেলা শাখার আহ্বায়ক জনাব মোঃ হুমায়ুন কবির। তিনি তাঁর বক্তব্যে বলেন, “শিক্ষকদের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমেই শিক্ষাব্যবস্থার উন্নয়ন সম্ভব। শিক্ষকরা সমাজের বাতিঘর, তাঁদের অধিকার প্রতিষ্ঠা ও মর্যাদা রক্ষায় সবাইকে একসাথে কাজ করতে হবে।”
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা শাখার সদস্য সচিব জনাব মিফতা উদ্দিন। তিনি বলেন, “শিক্ষকদের আর্থ-সামাজিক নিরাপত্তা নিশ্চিত না হলে শিক্ষার মান উন্নয়ন করা সম্ভব নয়। বাশিস সর্বদা শিক্ষকদের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও করবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএপি) চিতলমারী উপজেলা শাখার সভাপতি জনাব মোঃ মমিনুল হক টুলু বিশ্বাস। তিনি বলেন, “শিক্ষক সমাজের প্রতি দায়িত্ব পালন করা আমাদের নৈতিক কর্তব্য। তাঁদের অধিকার ও সম্মান রক্ষায় রাজনৈতিক নেতৃবৃন্দ সবসময় পাশে থাকবে।”
অন্য বিশেষ অতিথি বিএনপি চিতলমারী উপজেলা শাখার সাধারণ সম্পাদক জনাব মোঃ শরিফুল হাসান অপু তাঁর বক্তব্যে বলেন, “শিক্ষকদের আন্দোলন কেবল তাঁদের স্বার্থে নয়, বরং জাতির ভবিষ্যৎ প্রজন্মের উন্নয়নের জন্যও জরুরি। তাই শিক্ষা খাতকে শক্তিশালী করতে সব মহলের সহযোগিতা দরকার।”
সম্মেলনে সভাপতিত্ব করেন বাহিরদশমহল মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব সুনয়না রায়। তিনি সমাপনী বক্তব্যে বলেন, “শিক্ষক সমাজের কল্যাণ ও উন্নয়নের জন্য এ ধরনের সম্মেলন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা ঐক্যবদ্ধ থাকলে যেকোনো লক্ষ্য অর্জন সম্ভব।”
অনুষ্ঠানে উপজেলার মাধ্যমিক পর্যায়ের শিক্ষক-কর্মচারীবৃন্দ উপস্থিত থেকে দ্বি-বার্ষিক সম্মেলনকে প্রাণবন্ত করে তোলেন।