কুড়িগ্রাম চিলমারী উপজেলায় আইন শৃঙ্খলা মাসিক সভা উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। বুধবার ৩০ জুলাই বেলা সাড়ে দশটায় এ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুজ কুমার বসাক।
সূচনা লব্ধে ইউএনও বলেন, উপজেলা প্রশাসন, চিলমারী মডেল থানা পুলিশ, ঢুষ মারা থানা পুলিশ, নৌ বন্দর থানা পুলিশ ও অন্যান্য দপ্তরের সকলকে নিয়ে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে প্রচেষ্ট অব্যাহত রয়েছে। রাজনীতিবিদ,সাংবাদিক ও সচেতন মহলের এগিয়ে আসার আহ্বান জানান। উপজেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সবাই মিলে কাজ করতে হবে।
মাদকের বিরুদ্ধে সচ্চার হতে হবে প্রয়োজনে মোবাইলে কোট' অথবা নিয়মিত মামলা দিতে হবে। তাছাড়া জুয়া, বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন সব ধরনের সামাজিক অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন এবং সংশ্লিষ্ট সব দপ্তরকে সক্রিয় থাকার নির্দেশনা দেন।
সভায় উপস্থিত ছিলেন, চিলমারী মডেল থানার ওসি আশরাফুল ইসলাম, নৌ বন্দর থানার ওসি ইমতিয়াজ, উপজেলা জাতীয়তাবাদী দলের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী সরকার, সদস্য সচিব আবু হানিফা, সদস্য বদরুদ্দোজা বুলু, প্রাথমিক শিক্ষা অফিসার কামরুজ্জামান, সাংবাদিকবৃন্দ ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগন।
আইন শৃঙ্খলা রক্ষায় বড় ভূমিকা পালন করে স্থানীয় সরকারের ইউপি চেয়ারম্যান, মেম্বার ও গ্রাম পুলিশ। মাসিক সভায় অনুপস্থিত থাকায় তাদেরকে জবাবদিহিতায় আনা যায় না। শিক্ষার মান উন্নয়ন ও সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।