উক্ত অনুষ্ঠানে এন সি সি ব্যাংক পি এল সি-র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. জাকির আনাম, সাস্টেইনেবল ব্যাংকিং ডিভিশন-এর প্রধান নিঘাত মুমতাজ এবং ফাইন্যান্সিয়াল ইনক্লুশন সেল-এর মো. আনিসুর রহমান মজুমদার উপস্থিত ছিলেন। এন সি সি ব্যাংক পি এল সি, দিনাজপুর শাখার শাখা প্রধাণ মো. কামাল হোসেন এর নেতৃত্বে প্রাণবন্ত এ অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন এন সি সি ব্যাংক পি এল সি, দিনাজপুর শাখা। এ অনুষ্ঠানে স্কুলের ভারপ্রাপ্ত প্রধাণ শিক্ষক মো. আব্দুল খালেক এবং অন্যান্য শিক্ষকবৃন্দের উপস্থিতিতে শতাধিক শিক্ষার্থীর মাঝে "এন সি সি স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন" -এ জ্যামিতি বক্স, খাতা-কলম ও "এন সি সি নিসর্গ" (বৃক্ষ রোপণ কর্মসূচী)-র আওতায় ফলজ, ফুল, বনজ বিভিন্ন গাছের চারা প্রদান করা হয়।