কুড়িগ্রামের চিলমারীতে বিএনপি’র আহবায়ক কমিটি নিয়ে বিরোধের মামলায় জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের ৩জন সাংবাদিককে মামলায় এজাহারভুক্ত করা হয়েছে।

কুড়িগ্রামের চিলমারীতে বিএনপি’র আহবায়ক কমিটি নিয়ে বিরোধের মামলায় জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের ৩জন সাংবাদিককে মামলায় এজাহারভুক্ত করা হয়েছে। জানা গেছে, গত ০৩/০৭/২০২৫ কুড়িগ্রাম জেলা বিএনপি’র আহবায়ক ও সদস্য সচিব স্বাক্ষরিত চিলমারী উপজেলা বিএনপি’র ৩০ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষনা করা হয়। এ কমিটিতে বঞ্চিত বিএনপি ত্যাগী নেতাকর্মীদের অন্তর্ভুক্ত না করায় তারা সন্ধ্যায় একটি প্রতিবাদ মিছিল বের করে। উক্ত মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে থানাহাট এইউ সরকারি পাইলট বিদ্যালয় এলাকায় আসলে উপজেলা যুবদলের সদস্য সচিব রুহুল আমিন জিয়া উস্কানীমূলক কথা বলায় মিছিলকারীদের সাথে হাতাহাতিতে জড়িয়ে পড়ে রুহুল আমিন জিয়া আহত হন। উক্ত সংবাদ সংগ্রহের জন্য চিলমারী জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের ৩ সাংবাদিক দৈনিক আজকের বাংলা ও দৈনিক বাংলার মানুষ পত্রিকার প্রতিনিধি আবু ওবায়দুল হক খাঁজা, দৈনিক কালেরছবি পত্রিকার প্রতিনিধি তাইবুর রহমান, দৈনিক দূর্নীতির তালাস পত্রিকার প্রতিনিধি নুর আলম ঘটনাস্থলে উপস্থিত হন। উক্ত ঘটনায় ০৪ জুলাই ২০২৫ যুবদল সদস্য সচিব রুহুল আমিন জিয়া বাদী হয়ে ৩ সাংবাদিকসহ ৪৪জনের নাম উল্লেখ করে ৭০-৭৫জনকে অজ্ঞাত আসামী করে একটি মামলা দায়ের করেন। মামলা নং- ০৩। উক্ত ঘটনায় সাংবাদিকদের নামে মিথ্যা মামলা দায়ের করায় জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের কুড়িগ্রাম জেলা শাখার আহবায়ক রেজাউল করিম রেজা ও সদস্য সচিব মমিনুল ইসলাম, প্রেস ক্লাব চিলমারীর সভাপতি হুমায়ুন কবির, সহসভাপতি আনোয়ারুল ইসলাম জুয়েল ও সাংবাদিক সমাজসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সচেতন মহল তীব্র নিন্দা জানিয়ে মিথ্যা ও হয়রানীমূলক মামলা প্রত্যাহারের জোড় দাবী জানিয়েছেন।