কুড়িগ্রামের চিলমারীতে উপজেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার  (২৮ আগস্ট) সকাল সাড়ে দশটায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক এর সভাপতিত্বে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আবু রায়হান, উপজেলা বিএনপির সদস্য সচিব সহকারী অধ্যাপক আবু হানিফা, উপজেলা বিএনপির সদস্য বদরুদ্দোজা বুলু,  চিলমারী উপজেলা কৃষি অফিসার কনক চন্দ্র রায়, উপজেলা জামায়াতের আমির অধ্যাপক নুর আলম মুকুল, চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আশরাফুল ইসলাম, রমনা মডেল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম আশেক আঁকা, থানাহাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৈয়ব আলী, রিয়াজুল জান্নাহ দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল আজিজ, সাংবাদিক হুমায়ুন কবির,  আবুওবায়দুল হক খাজা,  আসিফ,শাওরাত হোসেন সোহেল, শিক্ষক তাইবুর রহমান প্রমুখ। উপজেলার আইন শৃঙ্খলা, শিক্ষা ও শিক্ষা প্রতিষ্ঠান সংক্রান্ত, বাল্যবিবাহ, মাদকদ্রব্য, জুয়া,অবৈধ বালু ব্যাবসা ও আস্রায়ন প্রকল্প সার্বিক বিষয় নিয়ে আলোচনা করা হয়। 
সভায় সমসাময়িক চুরি, বাল্য বিয়ে, ইভটিজিং,  অনলাইন জুয়া ও মাদকের প্রতিরোধ সহ বিভিন্ন বিষয়ে গঠনমূলক আলোচনা করা হয়।