চিলমারী উপজেলা শাখার বাংলাদেশ
জাতীয়তাবাদী দলের আহবায়ক কমিটি গত ৩ জুলাই ২৫ ইং তারিখে জেলা কমিটি
কর্তৃক প্রকাশ করার পর ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন না হওয়ায় দিনভর
বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হযে়ছে। প্রতিবাদীরা সন্ধ্যায় মশাল মিছিল
চলাকালীন থানাহাট এ ইউ উচ্চ বিদ্যালয়ের সন্নিকটে আসা মাত্র বাংলাদেশ
জাতীয়তা বাদী যুব দল চিলমারী উপজেলা শাখার সদস্য সচিব রুহুল আমিন জিয়া
উস্কানি মূলক মন্তব্য করে বাধা প্রদানের চেষ্টা কালে মিছিলকারীদের ধাওয়া
খেযে় আহত হন ।পরে চিলমারী থানা পুলিশ ও বাংলাদেশ জাতীয়তা বাদী দল চিলমারী
উপজেলা শাখার আহ্ধসঢ়;বায়ক আব্দুল বারি সরকার ঘটনা স্থলে এসে পরিস্থিতি শান্ত
করেন এবং প্রকৃত ঘটনা যাচাই করে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য অনুরোধ
জানান।
জানা যায়,কুড়িগ্রাম জেলা শাখার আহব্বায়ক কমিটি দীর্ঘ দিন থেকে নানা
অজুহাতে চিলমারী উপজেলা শাখা বিএনপি,র কমিটি নিয়ে গড়িমসি করে
আসছিলেন। নেতাদের ধৈর্যচ্যুতি হলেও তারা ভাল কমিটির আশা করছিলেন বলে
ত্যাগী নেতৃবৃন্দ অভিযোগ করেন। অবশেষে ত্যাগী নেতা-কর্মীদের নব গঠিত
কমিটিতে অবমূল্যায়ন করা হয়।এছাড়াও উক্ত কমিটিতে অধিকাংশই সদস্য ও
নেতারা বিগত আওয়ামী সুবিধাভোগী ও আতাতকারী হিসেবে চিহ্নিতদেরকে
কমিটিতে ঠাই দেওয়ায় বিএনপি অঙ্গ সংগঠনের সর্বস্তরে নেতাকর্মীরা
বিক্ষোভে ফেটে পডে়।ফলে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় রুপ নেয়।উক্ত
ঘটনাকে কেন্দ্র করে উপজেলা জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে।এ ব্যপারে
উপজেলা বি এন পির আহ্ধসঢ়;বায়ক আব্দুল বারি সরকার এ প্রতিনিধিকে জানান
প্রকৃত ঘটনার আইনানুগ বিচার হওয়া দরকার ।এ ব্যাপারে চিলমারী মডেল থানা
অফিসার ইনচার্জ মতিয়ার রহমান জানান যুব দল নেতা রুহুল আমিন জিয়া আহত
হওয়ার ঘটনাটির মামলা প্রাক্রিয়াধিন রয়েছে।অপর দিকে জেলা বি এন পির
আহ্ধসঢ়;বায়ক কমিটি কতৃক উপিজেলা বিএনপির সদ্য যুগ্ন আহ্ধসঢ়;বায়ক আবু
সাঈদ হোসেন পাখি ও উপজেলা বিএনপির সদ্য আহ্ধসঢ়;বায়ক কমিটির সদস্য আব্দুল
মতিন সরকার শিরিনকে উক্ত ঘটনার জন্য অভিযুক্ত করে দলীয় শৃঙ্খলা পরিপন্থীকাজে
জরিত থাকার অজুহাতে দায়িত্ব হতে অব্যহতি প্রদান করা হয়।বিষয়টি নিয়ে দুই
পক্ষের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছে।