কুড়িগ্রামের চিলমারী উপজেলা শাখা বিএনপি’র সদ্য ঘোষিত আহবায়ক কমিটিতে স্থান পাওয়া নাজমুল হুদা পারভেজ এর সদস্য পদ স্থগিত করেছে কুড়িগ্রাম জেলা কমিটি। গত ০৪/০৭/২০২৫ইং তারিখে কুড়িগ্রাম জেলা আহবায়ক কমিটির আহবায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা ও সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদের স্বাক্ষরিত পত্রে এ স্থগিতাদেশ জারি করা হয়। জানা গেছে, নাজমুল হুদা পারভেজ পতিত সরকারের আমলে উপজেলা আওয়ামীলীগের প্রত্যক্ষ সহায়তায় উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন এছাড়াও তিনি উপজেলা আওয়ামীলীগের বিভিন্ন কর্মসূচিতে প্রত্যক্ষ অংশগ্রহণ করে আওয়ামী রাজনীতিতে সম্পৃক্ত হয়ে বঙ্গবন্ধুকে উৎসর্গ করে কবিতাগুচ্ছ রচনা করেছেন এমন অভিযোগের কারণে দুই দিন না যেতেই তার সদস্যপদ স্থগিত করা হয়। এ বিষয় উপজেলা বিএনপি নেতা আবু ওবায়দুল হক খাঁজা জানান, পারভেজ ফ্যাসিস্ট আওয়ামী দোসর হিসেবেই পরিচিত। তাকে বিএনপি’র কমিটিতে দেখে উপজেলার সর্বস্তরের নেতাকর্মী হতবাক হয়েছে। তার দাবী চিলমারী উপজেলা কমিটিতে ত্যাগী নেতাদের মূল্যায়ন করা হয়নি। বিএনপি নেতা আনোয়ারুল ইসলাম জুয়েল জানান, ঘোষিত কমিটিতে আরো অনেকেই আছেন যারা সরাসরি ফ্যাসিস্ট রাজনীতির সাথে জড়িত। আওয়ামীলীগককে পুনর্বাসন করার লক্ষেই তারা সু-কৌশলে জেলা বিএনপির নেতাদের নিকট তথ্য গোপন করে কমিটিতে যায়গা নিয়েছে। ইতিমধ্যে ঘোষিত কমিটি বাতিলের দাবীতে উপজেলায় বিএনপি নেতাকর্মীরা প্রতিবাদ জানিয়ে ত্যাগী নেতাদের সমন্বয়ে কমিটি গঠন করে তারেক রহমানের উজ্জিবীত বাংলাদেশ গঠনের অঙ্গীকার ব্যক্ত করেছেন।