ঘড়ির কাটায় সময় বেলা সাড়ে ১১টা শনিবার,৫ এপ্রিল।কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে কনসালটেন্ট (শিশু) কক্ষ নং ১০১৬ চেম্বারে সামনে অপেক্ষামান অর্ধশতাধিক রোগীর ভিড়।বাইরে রোগীদের দীর্ঘ সারি থাকলেও চেম্বারের ভেতরে নেই ডাক্তার। ডাক্তারের অপেক্ষায় প্রহর গুনছে জেলার বিভিন্ন এলাকা থেকে আগত রোগীরা।একই অবস্থা কনসালটেন্ট (অর্থোপেডিক্স)ডা:শাহীন ইসলাম শাহীন চেম্বারের সামনে কক্ষ নং ১০৩৬।সকাল ৯ টা থেকে রোগীদের স্বাস্থ্য বিষয়ক পরামর্শ দেওয়ার কথা থাকলেও বেলা পৌনে ১২ টা পযর্ন্ত কোন চিকিৎসকের পরামর্শ পায়নি দূর দূরান্ত থেকে আগত রোগীরা।