নাটোরের বড়াইগ্রামে মাদ্রাসার এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আবদুর রহিমকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

নাটোরের বড়াইগ্রামে মাদ্রাসার এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আবদুর রহিমকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানার আদেশও দেওয়া হয়েছে।
বুধবার (১২ মার্চ) দুপুরে নাটোর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্ত আবদুর রহিম বড়াইগ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি আনিসুর রহমান জানান, ২০২১ সালের ১৮ মে সন্ধ্যায় বড়াইগ্রামের কাঁঠালবাড়িয়া ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক আবদুর রহিম ওই ছাত্রকে বাড়ি থেকে মাদ্রাসায় ডেকে নেন। পরে মাদ্রাসার একটি কক্ষে শিশুটিকে বলাৎকার করেন এবং কাউকে কিছু না বলতে ভয় দেখিয়ে তাকে বাসার সামনে রেখে পালিয়ে যান।
পরে শিশুটি অসুস্থ হয়ে পড়লে তার বাবা পুরো ঘটনা জানতে পারেন। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার আইনের আশ্রয় নিলে তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। দীর্ঘ শুনানি শেষে বিচারক আজ এই রায় ঘোষণা করেন।