ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার রহমান সাম্য হত্যার প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছে নেত্রকোনা সরকারি কলেজ ছাত্রদল।
আজ বৃহস্পতিবার (১৫ মে) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত নেত্রকোনা সরকারি কলেজের প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অবস্থান কর্মসূচিতে নেত্রকোনা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অনিক মাহবুব চৌধুরী, সহ-সভাপতি তৌফিক খান মিল্কি, সাখাওয়াত হোসেন হাইয়ুল ও শামসুল হুদা শামীম, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ সাঈদ ইমরান, সাংগঠনিক সম্পাদক ফরিদ উদ্দিন খান, কলেজ ছাত্রদলের আহ্বায়ক হাবিবুর রহমান দোলন, সদস্য সচিব কালাম তালুকদার এবং পৌর ছাত্রদলের সদস্য সচিব মুত্তাকিম বিল্লাহসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
বক্তারা সাম্য হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একইসাথে সারাদেশে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ওপর হামলা-মামলা বন্ধের আহ্বান জানান তারা।