বগুড়ার শেরপুরের ছোনকা বাজারের জুয়েলের মুদির দোকানে প্রায় তিন লাখ টাকার মালামাল রাতের অন্ধকারে চুরি হয়েছে।

রবিবার (১২ জানুয়ারী) উপজেলার ছোনকা বাজারের মোঃ জুয়েল হোসেনের মুদির দোকানে পিছনের টিন কেটে বিভিন্ন ব্রান্ডের সিগারেট, ও নগদ টাকা সহ প্রায় তিন লাখ টাকার মালামাল রাতের অন্ধকারে চুরি হয়েছে।

রবিবার হাটের দিন হওয়ায় মুদির দোকানের মালিক জুয়েল হোসেন রাত আনুমানিক ৯ ঘটিকার সময় বাড়িতে যায়। সকাল ৯ ঘটিকার সময় এসে দোকানের পিছনে টিন কাটা দেখে মালামাল হিসাব শেষে দেখে প্রায় ৩লাখ টাকার মালামাল চরি হয়েছে। পরে বিষয়টি বাজারের প্রধান সমন্বয়ক জিএম মোস্তফা, ইয়াকুব আলী রাঙ্গা ও মোঃ সাইফুল ইসলাম মেম্বরকে জানালে তারা থানায় জিডি করার প্রস্তাব দেন।

এ ব্যাপারে জিএম মোস্তফা সাথে ,মোবাইলে যোগাযোগ করলে তিনি বলেন, বিষয়টি খুবই উদ্বেগের, আমরা আজকে মধ্যে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করব ।

এ ব্যাপারে নাইট গার্ড আবুল হোসেন এর সাথে কথা বলে জানা যায়, বাজারে প্রতি রাত্রে ৫ জন করে ডিউটি করি। আমরা রাত ৯ টা হতে সকাল ৬ ঘটিকা পর্যন্ত ডিউটি করি। দোকানের পিছনের সাইডে পুকুর থাকায় আমরা ওদিকে যাই না।।

তদন্ত সাপেক্ষে উক্ত ঘটনার সুষ্ঠু ব্যবস্থা নেওয়ার জোড় দাবী জানিয়েছেন  উপস্থিত জনগণ ।