জকিগঞ্জ উপজেলার ৬নং সুলতানপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কেরাইয়া গ্রামের এক টমমট চালক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, ১৩ই মে মঙ্গলবার সকাল বেলা উক্ত চালক চার্জ দেয়া অবস্থা থেকে তার টমমট খুলতে যান। কিন্তু হঠাৎ করে অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে হাত দিলে তিনি বিদ্যুতায়িত হয়ে পড়েন। আত্মীয়-স্বজন মিলে তাৎক্ষণাৎ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
নিহত যুবকের নাম শিপন বিশ্বাস (২৭)। তিনি উক্ত গ্রামের বাবুল বিশ্বাস এর ছেলে।
এ বিষয়ে জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান, বিষয়টি তারা জেনেছেন এবং প্রাথমিকভাবে এটি একটি দুর্ঘটনা বলেই মনে হচ্ছে। তবে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হবে।