সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে ৫ই এপ্রিল শনিবার রাত নয়টায় সিলেট জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সদস্য আলী হোসেন এর উপর নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সদস্যরা এক অতর্কিত হামলা চালায়।
প্রত্যক্ষদর্শীদের নিকট থেকে জানা যায়, হামলার সাথে জড়িতদের মধ্যে ছিলেন এমসি কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি আহমেদ আল জুবের, জেলা ছাত্রলীগ নেতা আহমদ আল রেদোয়ান, মেসবাহুল ইসলাম সোহেল সহ একাধিক ছাত্রলীগ সদস্য।
হামলা পরবর্তী সময়ে স্থানীয়দের সহায়তায় আহত ব্যক্তিকে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার পর সিলেট ইবনে সিনা হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন।
এদিকে হামলার প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ জকিগঞ্জ ও কালিগঞ্জ বাজারে পৃথক মিছিল ও সমাবেশ করার একপর্যায়ে জকিগঞ্জ থানা অভিমুখে রওয়ানা দেন।
উক্ত হামলায় প্রত্যক্ষভাবে জড়িত আহমেদ আল জুবের ও আহমেদ আল রেদোয়ান উপজেলার নং মানিকপুর ইউনিয়নের সুরানন্দপুর গ্রামের বাসিন্দা।
মেসবাহুল ইসলাম সোহেলের বাড়ি একই উপজেলার হরাইত্রিলোচন গ্রামে।
উল্লেখ্য, হামলায় আহত আলী হোসেন কসকনপুর গ্রামের আব্দুল কাইয়্যুম এর ছেলে। তিনি ছাত্র শিবির জকিগঞ্জ উপজেলা দক্ষিণ এর সাবেক এবং জকিগঞ্জ উপজেলা যুব জামায়াতের বর্তমান সেক্রেটারি।