জাতীয় পার্টি সুবিধাবাদী দল নয় বলে দাবি করেছেন দলটির চেয়ারম্যান জি এম কাদের। শনিবার (১৯ এপ্রিল) সকালে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে আয়োজিত এক বর্ধিত সভায় তিনি এ দাবি করেন

জাতীয় পার্টি  সুবিধাবাদী দল নয় বলে দাবি করেছেন দলটির চেয়ারম্যান জি এম কাদের। শনিবার (১৯ এপ্রিল) সকালে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে আয়োজিত এক বর্ধিত সভায় তিনি এ দাবি করেন।

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেন, ‘আমাদের নামে অনেক ধরনের অপপ্রচার করা হচ্ছে। কিছু মানুষ আমাদেরকে নানাভাবে হেনস্তা করার চেষ্টা করছেন। সোশ্যাল মিডিয়া (সামাজিক যোগাযোগ মাধ্যম) থেকে শুরু করে বিভিন্ন মাধ্যমে বক্তব্য-বিবৃতি দিয়ে জানাশোনা কথাকে তারা ভুলভাবে তুলে ধরছেন। তাদের কথা হলো- আমরা সুবিধাবাদী, সুবিধাভোগী। 

কিন্তু জাতীয় পার্টি সুবিধাবাদী নয় এমন দাবি করে তিনি বলেন, 'জাতীয় পার্টির সিংহভাগ মানুষ সব সময় জনগণের পাশে ছিল। জনগণের স্বার্থে তারা সংগ্রাম করেছে। আগামীতেও তারা জনগণের পাশেই থাকবে।’ 

জাতীয় পার্টিকে বিভিন্ন কর্মসূচি পালনে বাঁধা দেয়া হচ্ছে বলে দাবি করে তিনি বলেন, ‘জাপাকে রাজনীতি থেকে দূরে রাখতে ষড়যন্ত্র চলছে। জাতীয় পার্টিকে বিভিন্ন কর্মসূচি পালনে বাঁধা দেয়া হচ্ছে। এমন পরিস্থিতিতে নেতাকর্মীদের মাঠে থাকতে হবে। কোনোভাবেই মাঠ ছাড়া যাবে না। প্রয়োজনে সবাই একসাথে জেলে যাব।’

বর্তমান সরকারের হাতে রাষ্ট্র পরিচালনার মতো যথেষ্ট টাকা নেই এমন মন্তব্য করে জি এম কাদের বলেন, ‘দেশের অর্থনৈতিক পরিস্থিতি অত্যন্ত খারাপ। সামনে আরও খারাপ হবে। সরকারের হাতে রাষ্ট্র পরিচালনার মতো যথেষ্ট টাকা নাই। তাই অর্থনীতি, বিনিয়োগ, নিরাপত্তা ও রাষ্ট্রের স্থিতিশীলতার জন্য অংশগ্রহণমূলক নির্বাচন প্রয়োজন। তা না হলে শেখ হাসিনার মতো তাদেরও একই অবস্থা হবে।’

এখন দেশে মানুষের জানমাল ও ইজ্জতের কোন নিরাপত্তা নেই বলে মন্তব্য করে জি এম কাদের বলেন, ‘মানুষের জানমাল এবং ইজ্জতের কোনো নিরাপত্তা নেই। আপনি আজকে কোথাও যাচ্ছেন, কেউ আপনাকে পিটিয়ে মেরে ফেলবে না, গুলি করে মেরে ফেলবে না, তার কোনো নিশ্চয়তা কোথাও নেই। আমরা এখন দেশে একটা কঠিন সময় পার করছি।’