“সক্রিয় আসর, সমৃদ্ধ শাখা”
এই স্লোগান কে ধারণ করে,
জাতীয় শিশুকিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর সিলেট মহানগরী আসর পরিচালক ও সহকারী পরিচালকদের নিয়ে “আসর প্রতিনিধি সমাবেশ'২৫” অনুষ্ঠিত হয়েছে।
গত ১৫ তারিখ রোজ শনিবার, নগরীর একটি কনফারেন্স হলে শাখা পরিচালক আলী ফারহান আহমদ এর ব্যাবস্থাপনায় ও শাখা সহকারী পরিচালক জুনাইদ আহমেদ জিসানের সঞ্চালনায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলকুঁড়ি আসরের প্রধান পরিচালক সাইফুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফুলকুঁড়ি আসরের কেন্দ্রীয় খেলাধুলা ও ব্যায়াম সম্পাদক ছাব্বির আহমেদ।
বক্তারা আসর কিভাবে সক্রিয় করা যায় এই বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছে।