জামালপুরে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ আগষ্ট) বিকেলে জামালপুর জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসন, জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল আসোসিয়েশন এই টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে।


জেলা প্রশাসক হাছিনা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের সচিব মো: রেজাউল মাকসুদ জাহেদী। এছাড়াও পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, ময়মনসিংহ বিভাগীয় ফুটবল এসোসিয়েশনের সভাপতি আব্দুল্লাহ আল ফুয়াদ রেদুয়ানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, মাদক ও মোবাইল আসক্তি থেকে যুবসমাজকে দুর রাখতে ও যুবসমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করতে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এই টুর্নামেন্ট থেকে ভালোমানের খেলোয়াড় তৈরি হবে এবং পরবর্তীতে বিভাগীয় ও জাতীয় পর্যায়ে খেলাধুলায় অংশগ্রহণ করবে। পরে জামালপুর সদর উপজেলা বনাম জামালপুর পৌরসভার মধ্যকার উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় জামালপুর সদর উপজেলাকে ৩-২ গোলে হারিয়ে বিজয়ী হয় মেলান্দহ উপজেলা। স্টেডিয়ামে খেলা উপভোগ করতে দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। খেলায় মোট ৮টি দল দুইটি গ্রুপে ভাগ হয়ে অংশগ্রহণ করবে। গ্রুপ পর্বে প্রতিটি দল তিনটি করে ম্যাচে মুখোমুখি হবে। দুইটি গ্রুপের গ্রুপ চ্যাম্পিয়ন ও রানার্স আপ দল নিয়ে আগামী ৭ ও ৮ সেপ্টেম্বর সেমিফাইনাল অনুষ্ঠিত হয়। আগামী ১০ সেপ্টেম্বর দুপুর ২টা ৩০মিনিটে একই মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।