জামালপুরে সরকারি আশেক মাহমুদ কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষক কে পুনরায় বদলি করে ফিরিয়ে আনার দাবীতে মানববন্ধন।

জামালপুরে সরকারি আশেক মাহমুদ কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষক কে  পুনরায় বদলি করে ফিরিয়ে আনার দাবীতে মানববন্ধন।

জামালপুরে সরকারি আশেক মাহমুদ কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতিক বিভাগের শিক্ষককে পুনরায় বদলি করে কলেজে ফিরিয়ে আনার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ দুপুরে শহরের সরকারি আশেক মাহমুদ কলেজ প্রাঙ্গনে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থীরা এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। ঘন্টাব্যাপী মানববন্ধনে অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোঃ আমানুল্লাহর সভাপতিত্বতে একই বিভাগের শিক্ষার্থী আফিয়া আহমিদা, হাবিবুল্লাহ সুজা, শাহারিয়ার বায়েজিদ, আশা মনিসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, সরকারি আশেক মাহমুদ কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সবচেয়ে জনপ্রিয় প্রভাষক মোহাম্মাদ ইমরান হোসাইনকে সরকারি আশেক মাহমুদ কলেজ থেকে অন্যত্র বদলি করা হয়েছে। আমরা স্যারের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা থেকে তাকে পুনরায় বদলি করে কলেজে ফিরিয়ে আনার দাবী জানাচ্ছি।