গতকাল শুক্রবার কুমিল্লার ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে জিয়া ক্রিকেট টূর্নামেন্টের কুমিল্লা বিভাগের খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান আকর্ষণ হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাসার সুমন ও জাতীয় দলের সাবেক ওপেনিং ব্যাটসম্যান জাভেদ ওমর বেলিম। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সন্মানিত আহবায়ক কুমিল্লা ০৬ সংসদীয় আসনের আগামী দিনের কর্নধার হাজী আমিন উর রশিদ ইয়াসিন। আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূইয়া সহ কুমিল্লা জেলা ও মহানগর বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ। শুক্রবার সকালে অনুষ্ঠিত, লাল দল ও সবুজ দলের মধ্যকার এই খেলায় লাল দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।