দিনাজপুরের আলোচিত জীবনমহল পার্ক ও জীবনিয়া দরবারে ইসলামের নাম ব্যবহার করে অনৈতিক ও প্রতারণামূলক কার্যক্রম পরিচালনার অভিযোগ তুলে প্রতিবাদ জানিয়েছে তৌহিদী জনতা।
রোববার (৩১ আগস্ট) দিনাজপুর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের আহ্বায়ক মাওলানা মতিউর রহমান কাসেমী বলেন, “দীর্ঘদিন ধরে আধ্যাত্মিক চিকিৎসার নামে সাধারণ মানুষকে ধোঁকা দিয়ে অর্থ আদায় করা হচ্ছে। অর্থ ও চাকরির প্রলোভনে যুবক-যুবতীদের অনৈতিক কর্মকাণ্ডে বাধ্য করা হচ্ছে।”
তিনি আরও বলেন, গত ১৬ আগস্ট পুলিশের অভিযানে এসব অসামাজিক কার্যকলাপের প্রমাণ মেলে এবং অভিযুক্তদের গ্রেফতার ও জরিমানা করা হয়। এরপর থেকেই তৌহিদী জনতা ক্ষোভ প্রকাশ করে ধারাবাহিক প্রতিবাদ কর্মসূচি পালন করে। ১৭ আগস্ট থেকে শুরু হয় প্রতিবাদ মিছিল এবং ২৮ আগস্ট প্রশাসনের অনুমতিক্রমে বিরল কাঞ্চন মোড়ে শান্তিপূর্ণ সমাবেশ অনুষ্ঠিত হয়। তবে, সমাবেশ চলাকালে প্রতিপক্ষের হামলায় সংঘর্ষের ঘটনা ঘটে।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, কয়েকটি গণমাধ্যম তৌহিদী জনতার শান্তিপূর্ণ আন্দোলনকে বিকৃতভাবে উপস্থাপন করে তাদের ‘জঙ্গি’ হিসেবে চিহ্নিত করার অপচেষ্টা চালিয়েছে, যা অত্যন্ত নিন্দনীয়। নেতৃবৃন্দ বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে ৮ দফা দাবি পেশ করা হয়। মূল দাবিগুলোর মধ্যে রয়েছে:-
দরবার ও পার্কের নামে চলমান প্রতারণামূলক কর্মকাণ্ড বন্ধ করা, অনৈতিক কার্যক্রমে জড়িতদের শাস্তি নিশ্চিত করা, আনোয়ার হোসেন জীবন চৌধুরীকে গ্রেফতার করা।
এ সময় উপস্থিত ছিলেন মাওলানা সোহরাব হোসাইন,
মুফতি মুহাম্মদ শোয়াইব, মাওলানা মুহাম্মদ রেদওয়ানু কারীম রাবিদ, মুফতি খাইরুজ্জামান, মোঃ আরিফ রেজা, এনসিপি সদর প্রতিনিধি, মেশকাত আরেফিন (শাকিল), ছাত্র প্রতিনিধি।