বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর প্রকাশ্যে গুলি চালানো ও ১৪ হত্যা মামলার আসামি সাবেক ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান সুজনকে (৪৬) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
সোমবার (২০ জানুয়ারি) রাত সাড়ে ১০ টার দিকে সাভার মডেল থানার পরিদর্শক (ওসি তদন্ত) আশিক ইকবাল  গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে সন্ধ্যা ৬ টার দিকে রাজধানীর উত্তরা থেকে গোয়েন্দা পুলিশের একটি টিম সুজনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত সাইদুর রহমান সুজন সাভারের বিরুলিয়া ইউনিয়নের আক্রাইন এলাকার কাকাবো মহল্লার মৃত আতাউল্লার মাদবরের ছেলে। সে সাভারের বিরুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন। একই সঙ্গে আওয়ামীলীগের রাজনীতিতে সংক্রিয় ছিলেন সুজন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর উত্তরা এলাকায় গোয়েন্দা পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে। পরে সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সাভার মডেল থানার পরিদর্শক (ওসি তদন্ত) আশিক ইকবাল  বলেন, রাত ১০ টার দিকে সাভার মডেল থানার একটি টিম রাজধানীর মিন্টুরোডের ডিবি কার্যালয় থেকে থানায় নিয়ে এসেছে। গ্রেপ্তাকৃত সাইদুর রহমান সুজনের বিরুদ্ধে সাভার মডেল থানায় ছাত্র-জনতা হত্যার ১৪ টি মামলা রয়েছে। এছাড়াও আরো দুইটি হত্যা চেষ্টা মামলা রয়েছে। মঙ্গলবার দুপুরেে তাকে আদালতে প্রেরণ করা হবে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
উল্লেখ্য, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর সাভারের রাজপথে গুলি চালানোর একটি ভিডিও ভাইরাল হয়। সেই ভিডিওতে সাইদুর রহমান সুজনের হাতে থাকা বন্দুক  দিয়ে গুলি করতে দেখা যায়।