জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে সাতক্ষীরায় স্মরণসভা

২০২৪ সালের জুলাই- আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে সাতক্ষীরায় স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকাল সাড়ে ৩ টায় সদর উপজেলার হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।স্মরণসভায় সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমাদের সভাপতিত্বে ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মাসুদুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, বিশিষ্ট আইনজীবী এড. নুরুল ইসলাম, বৈকারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জামায়াত নেতা শহিদ হাসান, সাতক্ষীরা আলিয়া মাদ্রাসার প্রিন্সিপ্যাল মুফতি আখতারুজ্জামান, জেলা ছাত্র সমন্বয়ক ইমরান হোসেন, নাজমুল হোসেন রনি, মোহিনী তাবাচ্ছুম, মোজাহিদুল ইসলাম, ইব্রাহিম খলিলুল্লাহ, আহত শিক্ষার্থী সোহেলী তামান্না, আলতাফ হোসেন প্রমুখ।বক্তারা বলেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতন ঘটাতে যারা দেশমাতৃকার প্রয়োজনে শহীদ হয়েছেন। রক্ত দিয়েছেন, অত্যাচার নির্যাতন সহ্য করেছেন, বছরের পর বছর গুমের শিকার হয়ে অন্ধকার প্রকোষ্ঠে থেকে নিশ্চিত মৃত্যুর প্রহর গুনেছেন তাদের ত্যাগ- তিতিক্ষা কখনো বৃথা যেতে পারে না।বক্তারা আরো বলেন, এতো মৃত্যু, এতো রক্ত ও অত্যাচার-নির্যাতনের বিনিময়ে অর্জিত আমাদের দ্বিতীয় স্বাধীনতা বৃথা যেতে দেবো না। আমরা একটি সুন্দর-সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে সবসময় প্রস্তুত থাকবো।স্মরণ সভায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নারায়ন চন্দ্র, প্রকল্প বাস্তায়ন কর্মকর্তা মো. শাহীনুল ইসলাম, সদর থানা পুলিশের এসআই পারভেজ, আনসার সদস্য পুষ্পক রায়, ব্যবসায়ী হেলাল উদ্দীন, রফিকুল ইসলাম, গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও আহত শিক্ষার্থী, সাধারণ মানুষসহ সাংবাদিক ও সুশীল সমাজ উপস্থিত ছিলেন।