জামালপুরের জেলা প্রশাসক হাসিনা বেগম বকশীগঞ্জ উপজেলার বিভিন্ন সরকারি ও বেসরকারী প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন। মঙ্গলবার (৯ সেপ্টম্বর) সকাল থেকে তিনি পরিদর্শণ কার্যক্রম শুরু করেন।


জানা যায়, সরকারি সফরের অংশ হিসেবে ৯ সেপ্টম্বর মঙ্গলবার সকাল থেকে জেলা প্রশাসক হাসিনা বেগম বকশীগঞ্জ উপজেলায় অবস্থান করেন। বকশীগঞ্জে অবস্থানকালে বকশীগঞ্জ উপজেলা পরিষদ, ভূমি অফিস, পৌরসভা ও নূর মোহাম্মদ উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শণ ও চলমান বিভিন্ন কার্যক্রমের খোঁজ খবর নেন। পরিদর্শণ কালে তার সাথে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শাহ জহুরুল হোসেন, সহকারী কমিশনার(ভূমি) আসমা উল হুসনা, থানার অফিসার ইনচার্জ খন্দকার শাকের আহমেদ প্রমুখ।
বকশীগঞ্জ নূর মোহাম্মদ উচ্চ বিদ্যালয় পরিদর্শনকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশীদসহ অন্যান্য শিক্ষকরা জেলা প্রশাসক হাসিনা বেগমকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।