সিলেটের জৈন্তাপুর উপজেলায় তামাবিল মহাসড়কে দরবস্ত বাজার এলাকায় চোরাইপন্যবাহী একটি ডিআই পিকআপের ধাক্কায় একজন বিজিবি সদস্য আহত হয়েছে। আহত ওই সদস্যের নাম শিহাব(২১)। তিনি জকিগন্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)র অধিনস্হ সুরইঘাট বিওপিতে কর্মরত আছেন।
বিজিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার (১লা জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে কানাইঘাট হতে চোরাইপথে আনা ভারতীয় চা পাতা বহনকারী একটি দ্রুতগামী ডিআই পিকআপ এর পিছু নেয় মোটরসাইকেল আরোহী সুরইঘাট বিওপির দুই সদস্য।
পিকআপটি জৈন্তাপুর দরবস্ত বাজার এলাকায় এসে পৌঁছে তামাবিল মহাসড়কে উঠে পালানোর চেষ্টাকালে বিজিবি সদস্যদের বহনকারী মোটরসাইকেলে ধাক্কা লেগে রাস্তার পাশে পড়ে যায়। এ সময় মোটরসাইকেলের পিছনে বসা শিহাব মাটিতে পড়ে গিয়ে আহত হন।
পরে স্হানীয়দের সহযোগিতায় বিজিবি সদস্যরা তাকে উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক ডাঃ মোহাম্মদ ইব্রাহীম জানান, আহত সদস্যের প্রাথমিক চিকিৎসা সেবা দেয়া হয়েছে। তার অবস্থা স্থিতিশীল।
বিষয়টি নিশ্চিত করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ জকিগন্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)র অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ জুবায়ের আনোয়ার পিএসসি। তিনি জানান ঘাতক গাড়ী টি আটক করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য জব্দকৃত আলামত সমূহ জৈন্তাপুর মডেল থানার নিকট হস্তান্তর করা হয়েছে।