সিলেটের জৈন্তাপুর উপজেলায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব পার্থ সারথী ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ই আগষ্ট) সকাল ১১:৩০ ঘটিকা থেকে দুপুর ১২:২০ ঘটিকা পর্যন্ত সার্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদের আয়োজনে অনুষ্ঠিত এই মঙ্গল শোভাযাত্রাটি মহাপ্রভুর আখড়া মন্দির প্রাঙ্গণ থেকে শুরু হয়ে জৈন্তাপুর প্রধান সড়কের মোরগাপুল, বাসস্ট্যান্ড, খাসিয়াহাটি রাধামাধব জিউর আখড়া, সাইট্রাস রোড, উপজেলা গেইট হয়ে আবারও মন্দির প্রাঙ্গণে এসে শেষ হয়।
এ বিষয়ে সার্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি শ্রী যাদবময় বিশ্বাস বলেন র্যালিতে প্রায় ২৫০ থেকে ৩০০ ভক্ত অংশগ্রহণ করেন। মঙ্গল শোভাযাত্রা চলাকালে ধর্মীয় সঙ্গীত, পতাকা ও ব্যানার হাতে নিয়ে উৎসবমুখর পরিবেশে শোভাযাত্রা সমাপ্ত হয়েছে।
এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বলেন, অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং সুষ্ঠু ব্যবস্থাপনায় জৈন্তাপুর মডেল থানা পুলিশ সার্বিক নিরাপত্তায় নিয়োজিত ছিলো বলে তিনি জানান।