মঙ্গলবার (১২ই আগষ্ট) বেলা ১১:০০ ঘটিকায় জৈন্তাপুর উপজেলা হলরুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এর আগে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বর্ণাঢ্য এক র্যালী বের হয়। র্যালীটি জৈন্তাপুর উপজেলা পরিষদ চত্বর থেকে বের উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে হলরুমের সামনে এসে শেষ হয়।
পরে জৈন্তাপুর উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাইফুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মহসিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ফারজানা আক্তার লাবনী।
এ সময় সভায় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রধান প্রকৌশলী এ কে এম রিয়াজ মাহমুদ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবেদ হাসান, উপজেলা সমবায় কর্মকর্তা শরিফুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ -সহকারী প্রকৌশলী রুহুল আমিন, উপজেলা জামায়াতের আমির গোলাম কিবরিয়া, জৈন্তাপুর প্রেসক্লাবের নুরুল ইসলাম সহ অন্যান্যরা।
এবারে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবসের প্রতিপাদ্য ছিলো " প্রযুক্তি নির্ভর যুব শক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি "। পরে আলোচনা সভা শেষে স্হানীয় যুব উদ্যোক্তাদের মাঝে সম্মাননা ক্রেষ্ট,সনদপত্র ও ঋণের চেক হস্তান্তর করা হয়েছে।