সিলেটে বর্ডার গার্ড বাংলাদেশ জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর দুটি পৃথক বিশেষ অভিযানে ৬৫টি ভারতীয় মহিষ আটক করা হয়েছে। আটককৃত মহিষগুলোর বাজারমূল্য প্রায় ১ কোটি ৫ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।

গত ১৩ জুলাই গোপন সংবাদের ভিত্তিতে জকিগঞ্জ ব্যাটালিয়নের আওতাধীন গুয়াবাড়ী বিওপি'র একটি আভিযানিক টহল দল জৈন্তাপুর  উপজেলার ফেরিঘাট এলাকায় অভিযান পরিচালনা করে। সীমান্ত শূন্য রেখা থেকে প্রায় ১.৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে চালানো এই অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৪৫টি ভারতীয় মহিষ আটক করা হয়। এসব মহিষের বাজার মূল্য নির্ধারণ করা হয়েছে ৭৫ লাখ টাকা সমপরিমাণ ।

অন্যদিকে, আজ ১৪ জুলাই জৈন্তাপুর বিওপি'র একটি টহল দল জৈন্তাপুর উপজেলার সারিঘাট এলাকায় অভিযান চালিয়ে আরও ২০টি ভারতীয় মহিষ আটক করে। এই মহিষগুলোর আনুমানিক বাজার মূল্য ৩০ লাখ টাকা সমপরিমাণ ।

বিজিবি জানায়,  দুটি অভিযানে মোট ৬৫টি ভারতীয় মহিষ আটক করা হয় যার মোট বাজার মূল্য ১ কোটি ৫ লাখ টাকা সমপরিমাণ ।

এ বিষয়ে জকিগঞ্জ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মোঃ মঈনুল আলম এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, সীমান্ত নিরাপত্তা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা এবং অভিযান আরও জোরদার করা হয়েছে। তিনি জানান, চোরাচালান রোধে বিজিবির নিয়মিত অভিযান চলমান থাকবে।