জাতীয় নাগরিক পার্টির সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে জয়পুরহাটে এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে শহরের স্টেশন রোডের স্বপ্নছায়া কমিউনিটিতে এ সভার আয়োজন করা হয়।
সভায় জেলা নাগরিক কমিটির সংগঠক ওমর আলী বাবুর সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের জেলা সংগঠক ফিরোজ আলমগীর, আশরাফুল ইসলাম এবং জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি বোরহান উদ্দিনসহ অন্যরা।
বক্তারা বলেন, জনগণের অধিকার আদায়ে সংগঠনকে তৃণমূল পর্যন্ত বিস্তৃত করতে হবে। তরুণদের সম্পৃক্ততা বাড়িয়ে নাগরিকদের স্বার্থরক্ষায় সক্রিয় ভূমিকা রাখতে হবে।
অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন স্তরের নেতাকর্মী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন।