১৯/০৪/২০২৫ তারিখ ঝালকাঠি জেলার সম্মনিত পুলিশ সুপার জনাব উজ্জ্বল কুমার রায়, ঝালকাঠি মহোদয়ের নির্দেশনায় পুলিশ পরিদর্শক/মোঃ সেলিম উদ্দিন, অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখার নেতৃত্বে এসআই(নিরস্ত্র)/মোঃ মহিউদ্দিন আহমেদ পিপিএম, জেলা গোয়েন্দা শাখা, ঝালকাঠি, তার সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে রাজাপুর থানাধীন নলবুনিয়া বাজারস্থ ওবায়দুল সিকদারের চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে ৩০০(তিনশত) গ্রাম গাঁজা সহ আসামী জামাল হাওলাদার ছোট্ট (৩৪) , পিতা- মৃত ফজলুল হক হাওলাদার, সাং- কানুদাসকাঠি, থানা- রাজাপুর, জেলা ঝালকাঠি’কে এবং অন্য একটি অভিযানে রাজাপুর থানাধীন পূর্ব কানুদাসকাঠি সাকিনস্থ আসামী আব্দুর রহমান এর বসত ঘরের পিছনে নিজ আবাদিয় সবজি ক্ষেতে রোপনকৃত ৬ ফুট ৬ ইঞ্চি একটি গাজা গাছ সহ আব্দুর রহমান (২৪), পিতা- আলমগীর হাওলাদার, সাং পূর্ব কানুদাসকাঠি, থানা- রাজাপুর, জেলা- ঝালকাঠিকে গ্রেফতার করেন।
আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা পরিক্রিয়াধীন আছে।