গত ১৫ মার্চ ২০২৫ খ্রিঃ ঝালকাঠি পুলিশ লাইন্স ড্রিলসেড এ মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়

গত ১৫ মার্চ ২০২৫ খ্রিঃ ঝালকাঠি পুলিশ লাইন্স ড্রিলসেড এ মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত কল্যাণ সভায় সভাপতিত্ব করেন, ঝালকাঠি জেলা পুলিশের অভিভাবক সুযোগ্য পুলিশ সুপার জনাব উজ্জ্বল কুমার রায়, ঝালকাঠি মহোদয়। এ-সময় পুলিশ সুপার মহোদয় সকল পদমর্যাদার পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং তাৎক্ষনিক সমাধান করেন। তিনি অফিসার ফোর্সদের উদ্দেশ্যে সার্ভিসরুলস মেনে শৃঙ্খলা বজায় রাখা, মেসে উন্নত খাবার পরিবেশন, ড্রেসরুলস মেনে পোশাক পরিধান করা, ছুটি ও টিএ বিলে ন্যায্যতা রাখা, স্বাস্থ্য সচেতনতা, ব্যক্তিগত ও আবাসস্থলের পরিস্কার পরিচ্ছন্নতা বজায় রাখা এবং জনসাধারণের সাথে উত্তম ব্যবহারসহ বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
এছাড়াও অফিসার ও ফোর্সের কর্মতৎপরতা ও মনোবল বৃদ্ধিতে সার্বিক কর্মতৎপরতা, মামলা তদন্ত এবং মামলার রহস্য উদঘাটনের জন্য ঝালকাঠি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব  মোঃ মেহেদী হাসন সহ দাপ্তরিক কাজ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ডিউটিতে কৃতিত্বপূর্ণ অবদান রাখায় নায়েক/মোঃ আল আমিন, কনস্টেবল/মোঃ আতিকুর রহমান, কনস্টেবল/মোঃ আল আমিন, নারী কনস্টেবল/সাথী আক্তার, সর্ব কর্মস্থল-রিজার্ভ অফিস, ঝালকাঠি’দের পুলিশ সুপার মহোদয় বিশেষ পুরস্কার প্রদান করেন।
উক্ত সভায় উপস্থিত ছিলেন জনাব মোঃ শাহ্ আলম, সহকারী পুলিশ সুপার (রাজাপুর সার্কেল), ঝালকাঠি মহোদয় এবং  জনাব মোহাঃ আব্দুর রাশেদ, শিক্ষানবিস সহকারী পুলিশ সুপার, ঝালকাঠি মহোদয়সহ জেলা পুলিশের সকল পদমর্যাদার সদস্যগন।