গাজীপুর মহানগরের টঙ্গী পশ্চিম থানার বড়দেওড়া এলাকায় এক মুদি দোকানে হামলা চালিয়ে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট এবং দোকানদারকে মারধরের অভিযোগ উঠেছে।

আহত ব্যবসায়ী মোঃ নাজমুল হক (৪৬) বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, গতকাল শুক্রবার (১৫ আগস্ট) রাত ৮টার দিকে পূর্ব শত্রুতার জেরে প্রতিবেশী মোঃ ইব্রাহিম খলিল (৫৫) ও পিতা:- অজ্ঞাত আরও ৮-১০ জন দোকানে ঢুকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। প্রতিবাদ করায় তারা দোকানে ব্যাপক ভাঙচুর চালায় এবং ক্যাশবাক্সে থাকা নগদ ৮৫ হাজার টাকা ও নাজমুল হকের গলায় থাকা ১০ আনা ওজনের স্বর্ণের চেইন লুট করে নেয়।
এ সময় হামলাকারীরা তাকে লোহার রড দিয়ে মাথায় আঘাত করে রক্তাক্ত জখম করে এবং শরীরের বিভিন্ন স্থানে এলোপাথাড়ি মারধর করে। যাওয়ার সময় প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।
স্থানীয়রা আহত নাজমুল হককে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে আত্মীয়-স্বজনের সঙ্গে পরামর্শ করে তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
টঙ্গী পশ্চিম থানা পুলিশ জানায়, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।