গাজীপুর টঙ্গীর মুদাফা এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই ফার্মেসি ব্যবসায়ীর মধ্যে কথা-কাটাকাটির এক পর্যায়ে মারামারি, হাতাহাতি এবং দোকান ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে অন্তত চারজন আহত হয়েছেন।

টঙ্গী মুদাফার সিটি গেট এলাকার সামনে ৪ঠা জুলাই রোজ বৃহঃবার রাতে এঘটনাটি ঘটে। আহতদের মধ্যে রয়েছেন ঔষধ ব্যবসায়ী জুয়েল রানা, তার ভাই সুজন এবং সুমন। আহত জুয়েল রনা ঔষধ ব্যাবসায়ী কে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

ভুক্তভোগী ব্যবসায়ী জুয়েল রানা জানান, পার্শ্ববর্তী ঔষধ ব্যাবসায়ী বেলায়েত একজন ক্রেতাকে তার (জুয়েল) দোকানে একটি ব্যথার ঔষধ কিনতে পাঠাই। তার ভাই সুজন ঔষধ টি সরবরাহ করলে ক্রেতা তা ফেরত দিতে চাইলে মেয়াদ সংক্রান্ত কারণ দেখিয়ে ঔষধটি ফেরত না নেওয়ার জন্য অসম্মতি জ্ঞাপন করলে ক্ষিপ্ত হয়ে বেলায়েত সুজনকে গালিগালাজ ও শারীরিকভাবে লাঞ্ছিত করেন।

অভিযুক্ত বেলায়েত তার প্রতিষ্ঠানে ফিরে গিয়ে জুয়েলকে তার দোকানে ডেকে নেন। এরপর তার মা মাহমুদা বেগম অতর্কীত ভাবে ধারলো অস্ত্র দিয়ে জুয়েলের মাথায় আঘাত করেন বলে অভিযোগ করেছেন জুয়েল।

অন্যদিকে, বেলায়েতের মা মাহমুদা বেগম দাবি করেন, “আমার ছেলে ঔষধ ফেরত দিতে গেলে দুই পক্ষের মধ্যে তর্কবিতর্কে জড়িয়ে পড়ে এবং পরে হাতাহাতির ঘটনা ঘটে। "এই ঘটনায় বিএনপি'র কোন ধরনের সংশ্লিষ্টতা নেই"। কেউ অপপ্রচার করলে সেটার দায়ভার আমাদের না ।

এঘটনায় আমার ছেলেও গুরুতর  আহত হয়েছে।

উভয় পক্ষই টঙ্গী পশ্চিম থানায় অভিযোগ করেছি।

এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) ইস্কান্দার হাবিবুর রহমান বলেন, উভয় পক্ষের অভিযোগ নেওয়া হয়েছে। ঘটনাটি তদন্ত চলমান। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে এলাকাবাসী সহ গণ্যমান্য ব্যক্তিরা জানান, যেহেতু উভয়পক্ষদ্বয় আত্মীয়-স্বজন।  কিছু ভুল বোঝাবুঝির জেরে  হাতাহাতি মারামারি হয়েছে আমরা উভয় পক্ষকে বিষয়টি মীমাংসা করার চেষ্টা করছি ।