মোট কথা কয়েক দিনে টানা বৃষ্টির কারণে নগরবাসীর জনজীবন বিপন্ন হয়ে পড়েছে।

টানা কয়েকদিনের বৃষ্টির কারণে নারায়ণগঞ্জ নগরীর চাষাড়া সহ আশেপাশের এলাকার রাস্তায় অতিরিক্ত পানি জমে যানচলাচল ও মানব জীবন বিপন্ন হয়ে পড়েছে।সরে জমিনে গিয়ে দেখা যায়-মাত্রা অতিরিক্ত বৃষ্টির কারণে রাস্তায় প্রচুর পানি জমে গেছে।নগরীর রাস্তায় পানি জমার কারণে অফিস আদালত,ব্যবসায়িক,নিন্ম-আয়ের ও বিভিন্ন পেশাজীবীর লোকজন রাস্তায় যানচলাচল কম থাকার কারণে নির্দিষ্ট সময়ে,নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে না পারায় পড়েছেন বিপাকে।অফিস আদালতের লোকজন নির্দিষ্ট সময়ে অফিস আদালতে পৌঁছাতে পারেনি।

ব্যবসায়িকরা তাদের ব্যবসায়িক প্রতিষ্ঠান সঠিক সময়ে ব্যবসা পরিচালনা করতে পারেনি।নিন্ম-আয়ের মানুষ ও অন্যান্য পেশার লোকজন তাদের কর্মস্থলে যেতে পড়েছেন বিপাকে।নগরীর রাস্তায় পানি জমার কারণে ঠিকঠাক মতো যানবাহন চলাচল করতে পারছে না।রাস্তায় যানবাহন কম থাকার কারণে কিছু কিছু রিক্সা ও সিএনজি ড্রাইভার যাত্রীদের নিকট হতে ভাড়া দ্বিগুণ হাকাচ্ছে।

যা রীতিমতো  অন্যায় ও অবিচার।রিক্সা ও সিএনজি ড্রাইভারেরা অতিরিক্ত ভাড়া চাওয়ার কারণে অনেক যাত্রী পায়ে হেঁটে তাদের নিজ নিজ গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করে।জরুরী প্রয়োজন ব্যতীত নগরবাসী বাসা থেকে বের হতে দেখা যায়নি।বাজার,অফিস, আদালত ও মার্কেটসহ বিভিন্ন জায়গায় অন্যান্য দিনের তুলনায় লোকজনের সংখ্যা কম দেখা যায়।মোট কথা কয়েক দিনে টানা বৃষ্টির কারণে নগরবাসীর জনজীবন বিপন্ন হয়ে পড়েছে।