গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ টুঙ্গিপাড়া উপজেলা শাখার সার্বিক তত্ত্বাবধানে উপজেলা মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্রে তিন দিনব্যাপী হিফজ (কুরআনুল কারীম মাশ্বক) প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়েছে। গত ২৫ আগস্ট শুরু হয়ে এই প্রশিক্ষণ কোর্স শেষ হয় বৃহস্পতিবার (২৮ আগস্ট)।
উপজেলা শাখার সভাপতি হাফেজ গাউছুল ইসলামের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের প্রশিক্ষক হাফেজ মাওলানা তাওফিদুজ্জামান ও হাফেজ আবু তালহা। এতে উপজেলার বিভিন্ন মাদরাসা থেকে বিপুলসংখ্যক শিক্ষক ও শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশন টুঙ্গিপাড়া উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা মডেল মসজিদের ইমাম ও খতিব মুফতি আ. শাকুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ রমজান আলীসহ ফাউন্ডেশনের অন্যান্য নেতৃবৃন্দ।
আয়োজক কমিটির নেতারা জানান, হুফফাজুল কুরআন ফাউন্ডেশন একটি অরাজনৈতিক প্রতিষ্ঠান, যা দেশের হাফেজদের আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতায় দক্ষ করে গড়ে তুলতে কাজ করছে। ইতোমধ্যে এ প্রতিষ্ঠানের প্রশিক্ষণপ্রাপ্ত অনেক হাফেজ আন্তর্জাতিক পরিমণ্ডলে সাফল্য অর্জন করেছেন। সেই ধারাবাহিকতা ধরে রাখতে প্রতি বছর টুঙ্গিপাড়ায় এ ধরনের হিফজ প্রশিক্ষণ কোর্স আয়োজন করা হবে বলে জানান তারা।