ডাকসু নির্বাচন বানচালের ষড়যন্ত্র, নারী হেনস্তা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শিক্ষার্থীদের ওপর হামলা এবং সংগঠনের বিরুদ্ধে অব্যাহত মিথ্যাচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।


আজ মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেসক্লাব থেকে শাহবাগ পর্যন্ত ঢাকা মহানগর শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম।

বক্তব্যে তিনি অভিযোগ করেন, অভ্যুত্থান-পরবর্তী সময়ে একটি মহল ডাকসু নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনও তাদের প্রভাবে কাজ করছে বলে দাবি করেন তিনি।

সাদ্দাম বলেন, ছাত্রশিবিরের বিরুদ্ধে পরিকল্পিতভাবে ট্যাগিং, সাইবার বুলিং ও নারী শিক্ষার্থীদের অশ্রাব্য ভাষায় হেনস্তা করা হচ্ছে। একইসঙ্গে তিনি ছাত্রদলকে উদ্দেশ্য করে বলেন, “আপনাদের যদি ছাত্রবান্ধব কর্মসূচি না থাকে, তাহলে আমাদের বলুন— আমরা তৈরি করে দেব।”

তিনি অভিযোগ করেন, অতীতে ছাত্রদলের নেতাকর্মীরা নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনায় জড়িত ছিল। বুয়েটের শিক্ষার্থী সনি হত্যাকাণ্ডসহ বিভিন্ন ঘটনা উল্লেখ করে তিনি বলেন, অভ্যুত্থান-পরবর্তী সময়ে অন্তত ৩০টি ধর্ষণে ছাত্রদল জড়িত ছিল।

চবি ও বাকৃবিতে শিক্ষার্থীদের ওপর হামলার নিন্দা জানিয়ে তিনি বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে।

সমাবেশে আরও বক্তব্য রাখেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ, প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ, প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম, ঢাকা মহানগর পূর্ব সভাপতি আসিফ আব্দুল্লাহসহ মহানগর ও বিশ্ববিদ্যালয় শাখার নেতৃবৃন্দ।

এছাড়াও চট্টগ্রাম, রাজশাহী, মোমেনশাহীসহ দেশের বিভিন্ন মহানগরেও ছাত্রশিবির বিক্ষোভ সমাবেশ করেছে।