নীলফামারীর ডিমলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের পরামর্শে মেয়াদোত্তীর্ণ এ্যাজিথোমাইসিন সিরাপ সেবনের পর পাঁচজন শিশু অসুস্থ হয়ে পড়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
বুধবার (২৭ আগস্ট ২০২৫) সকালে চিকিৎসা নিতে আসা কয়েকজন শিশুকে ওই সিরাপ খাওয়ানোর পরপরই তাদের বমি, মাথা ঘোরা ও শারীরিক দুর্বলতার উপসর্গ দেখা দেয়। দ্রুত বিষয়টি কর্তব্যরত চিকিৎসক ও স্বজনদের নজরে আসে। পরে তাদের প্রাথমিক চিকিৎসা প্রদান করা হলেও এক শিশুর অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
অভিভাবকরা অভিযোগ করে জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকেই ওষুধ সরবরাহ করা হয়েছিল। কিন্তু সিরাপের বোতল খোলার পর তারা লক্ষ্য করেন এর মেয়াদ শেষ হয়ে গেছে। এ ঘটনায় স্থানীয়রা স্বাস্থ্য বিভাগ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবহেলার কঠোর সমালোচনা করেছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। কীভাবে মেয়াদোত্তীর্ণ ওষুধ রোগীর হাতে গেল তা নির্ধারণে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। তিনি আরও আশ্বস্ত করেন, ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা আর না ঘটে সে জন্য কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
এদিকে এই ঘটনার পর ডিমলায় সাধারণ মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তারা চিকিৎসা সেবার মান ও ওষুধ সংরক্ষণে সঠিক তদারকির দাবি জানিয়েছেন।