ডিশ ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দ্বন্দ্বের জেরে নরসিংদীতে মিনহাজুল আবেদীন ওরফে রিজভী (৩২) নামে এক যুবককে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

ডিশ ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দ্বন্দ্বের জেরে নরসিংদীতে মিনহাজুল আবেদীন ওরফে রিজভী (৩২) নামে এক যুবককে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৩০ জুন) রাত সাড়ে ১১টার দিকে শহরের পূর্ব ব্রাহ্মন্দী এলাকার একটি ভাড়া বাসায় এ নৃশংস হত্যাকাণ্ড ঘটে।
নিহত মিনহাজুল পূর্ব ব্রাহ্মন্দীর বীরপুর এলাকার বাসিন্দা ও বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীনের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মিনহাজুলকে ডিশ ব্যবসা নিয়ে বিরোধের জেরে পূর্বপরিকল্পিতভাবে ডেকে এনে বাসায় কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়। হত্যার পর তিনি বাসা থেকে পালিয়ে গলিতে লুটিয়ে পড়েন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বাসাটি সম্প্রতি রায়পুরার তৈয়বুর রহমান নামের এক যুবক ভাড়া নেন। স্থানীয় সূত্র জানায়, মিনহাজুল ও তৈয়ব একসময় যৌথভাবে ডিশ ব্যবসা চালাতেন। পরবর্তীতে ব্যবসায়িক বিরোধে তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়। ক্ষমতার পালাবদলের পর মিনহাজুল ব্যবসা থেকে ছিটকে পড়েন। আবার ফিরতে চাইলে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয় বলে দাবি স্বজনদের।

নরসিংদী মডেল থানার উপপরিদর্শক (এসআই) বেলাল আহমেদ জানান, নিহতের কোমর ও মাথায় গুলির চিহ্ন রয়েছে এবং ডান হাতের কবজি প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহতের বাবা বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন অভিযোগ করে বলেন, “আমার ছেলেকে ঠান্ডা মাথায় ডেকে নিয়ে খুন করা হয়েছে। আমি এর বিচার চাই।”

ঘটনাস্থলে রাতেই ছুটে যান অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র দাস, সদর সার্কেলের এএসপি আনোয়ার হোসেন এবং ওসি এমদাদুল হক। ওসি বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ডিশ ব্যবসা নিয়ে দ্বন্দ্বের জেরেই এই হত্যাকাণ্ড। তদন্ত করে দায়ীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।” এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।