ডেমরা পুলিশ লাইনস স্কুলের নির্মাণ কাজের শুভ সূচনা হলো আজ। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী, এনডিসি আজ সোমবার (১৪ জুলাই) সকাল ১১টায় স্কুলটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে ডিএমপি কমিশনার বলেন, “এই শিক্ষাপ্রতিষ্ঠান নির্মাণে টেকসই এবং মানসম্মত স্থাপনা নিশ্চিত করতে হবে।” তিনি নির্মাণকাজে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখার নির্দেশ দেন এবং শিক্ষার মানোন্নয়নে এর গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) ফারুক আহমেদ, যুগ্ম পুলিশ কমিশনার (পিওএম) খন্দকার ফরিদুল ইসলামসহ সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং নির্মাণ কার্যসম্পাদনকারী ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

অনুষ্ঠান শেষে স্কুলটির নকশা ও নির্মাণ পরিকল্পনা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।