আগামী ১৯ জুলাই ঢাকায় জামায়াতে ইসলামীর মহাসমাবেশ সফল করার লক্ষে প্রচার প্রচারণার অংশ হিসেবে বাংলাদেশ জামায়েত ইসলামী কটিয়াদী উপজেলা শাখার উদ্যোগে মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

১৪ জুলাই সোমবার  বিকালে থানার মোড়   থেকে মিছিল বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা প্রাঙ্গণ  রোডে সংক্ষিপ্ত পথসভা মঅনুষ্ঠিত হয়।

পথসভায় উপস্থিত ছিলেন উপজেলা  জামায়াতের আমীর অধ্যাপক  মোজাম্মেল হক জোযারদার,  সাবেক আমীর ও জেলা ইউনিট সদস্য  অধ্যাপক রফিকুল ইসলাম, কটিয়াদী- পাকুন্দিয়া আসনের জামায়াতের সম্ভাব্য প্রার্থী সাবেক ভাইস চেয়ারম্যান  শফিকুল ইসলাম মোড়ল, 
 উপজেলা নায়েবে আমীর সাইদুল হক বিএসসি,
 উপজেলা সেক্রেটারী মাওলানা মাহমুদুল হাসান,
উপজেলা বায়তুলমাল সেক্রেটারী হাজী আব্দুল আউয়াল, উপজেলা যুব সভাপতি মাওলানা ডাঃ আলী হোসেন রনি কাউছারী সহ  বিভিন্ন ইউনিয়ন ও ইউনিটের  নেতৃবৃন্দ।   

মিছিল ও পথসভায় বিপুল সংখ্যক মানুষ বিভিন্ন লেখা সম্বলিত পোস্টার,  লিফলেট , প্লেকার্ড ও দাঁড়িপাল্লা নিয়ে অংশ গ্রহণ করেন।

পথসভার  বক্তব্যে অধ্যাপক  মোজাম্মেল হক জোয়ারদার বলেন, জাতীয় নির্বাচনের আগে সকল গণহত্যার বিচার শেষ করতে হবে। নির্বাচনের আগে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করলেই কেবল মানুষ তাদের ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ করতে পারবে। এসময় তিনি রাজনৈতিক দলগুলোকে শিষ্টাচার বজায় রেখে স্লোগান দেওয়ার আহ্বান জানান।

 বক্তারা জামায়াতের ৭ দফা দাবি বাস্তবায়নে সকলকে আগামী ১৯ জুলাই ঢাকায় সমাবেশে অংশ গ্রহণের আহ্বান জানান।